• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসার পথ খুঁজছে: চিফ হুইপ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৯  


জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেছেন, আজকে খালেদা জিয়া জেলে, আন্দোলনে বিএনপির কেউ মাঠে নেই। তারা বিভিন্ন সময়ে একেক জায়গায় হঠাৎ করে মিছিল করবে, দশ-বারটা গাড়ি ভাঙ্গবে এটাই তাদের আন্দোলন। বিএনপিতে আন্দোলন করার মতো নেতাই নেই। তারা পেঁয়াজ, লবন, চাল নিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচন ছাড়াই ক্ষমতায় আসার পথ খুঁজছে। আজকে খালেদা জিয়া জেলে আর তার ছেলে তারেক জিয়া লন্ডনে বসে রাজনীতি করছে। যে ছেলে মায়ের বিপদের সময় দেশে আসে না সে নেতাকর্মীদের বিপদেও সময় দেশে আসবে একথা কোন পাগলেও বিশ্বাস করবে না। 
শনিবার দুপুরে মাদারীপুরের শিবচর উপজেলার দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের সাহেরা নাসির ভোকেশনাল বি.এম ও কৃষি কলেজের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
এর আগে চিফ হুইপ সন্নাসীরচর ইউনিয়নে পল্লী বিদ্যুতের সাব স্টেশন উদ্বোধন করেন। এরপর উত্তর বহেরাতলা ইউনিয়নের আবু তাহের দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভায় যোগদান করেন। 
এসময় মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মুনির চৌধুরী, মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক আজাহারুল ইসলাম (জেনারেল), পৌরসভার মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ: লতিফ মোল্লা, সাধারণ সম্পাদক ডা: মো: সেলিম, পৌরসভা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তোতা খান, মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ শাখাওয়াত হোসেন, মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি আলী আজগর পান্নু খান, শিবচর জোনাল অফিসের ডিজিএম আকমল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।