• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

শীতে যেভাবে মশা থেকে রেহাই পাবেন

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮  

•    নিম তেল শরীরে লাগিয়ে নিলে মশার কামড় থেকে রেহাই পাবেন।নিমের গন্ধে দূরে মশা থাকে। শুধু নিমপাতাও ঘরে রেখে দিতে পারেন, মশার উপদ্রব কমবে।

•    ঘরে টবে কয়েকটি তুলসী গাছ লাগিয়ে রাখুন, মশা পালাবে।

•    মশা কর্পূরের গন্ধ একেবারেই সহ্য করতে পারে না। একটি ৫০ গ্রামের কর্পূরের ট্যাবলেট একটি ছোট বাটিতে রেখে বাটিটি পানি দিয়ে পূর্ণ করুন। এরপর এটি ঘরের কোণে রেখে দিন। দু’দিন পর পানি পরিবর্তন করুন।

•    একটি লেবু মাঝ থেকে কেটে নিন। এরপর কাটা লেবুর ভেতরের অংশে অনেকগুলো লবঙ্গ গেঁথে দিন। লেবুর টুকরোগুলো একটি প্লেটে রেখে ঘরের কোণায় রেখে দিন। এবার ম্যাজিক দেখুন, কিছুক্ষণের মধ্যেই ঘরে কোনো মশা নেই।

•    কয়েকটি রসুনের কোয়া থেতলে পানিতে সেদ্ধ করতে হবে। ওই পানি সারা ঘরে স্প্রে করে দিলেই মশার যন্ত্রণা থেকে রেহাই পাওয়া সম্ভব।

•    একটি স্প্রে বোতলে ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল, লেবুর রস, ভ্যানিলা এসেন্স, এক কাপ পানির সাথে মেশান। এই মিশ্রণটি ত্বকে অথবা কাপড়ে স্প্রে করুন। দেখবেন মশা আপনার কাছে আর আসছে না।

সন্ধ্যার আগেই দরজা জানালা বন্ধ করতে হবে। রাতে ঘুমানোর সময় মশারি টানিয়ে নিন। সারা বছরই বাড়ির ভেতরে ও বাইরে পরিষ্কার রাখুন।