• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

শিবচরের বিভিন্ন মন্দির পরিদর্শন করলে চীফ হুইপ নূর ই আলম চৌধুরী

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৫ অক্টোবর ২০১৯  

 

হিন্দু ধর্মাবলম্বীদের সবচাইতে বড় উৎসব দূর্গা পূজা উপলক্ষে শিবচর উপজেলার বিভিন্ন দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী এমপি। 
শনিবার সকাল থেকে উপজেলার শিরুয়াইল, পাচ্চর, উমেদপুর, ভদ্রাসন, শিবচর পৌরসভার বিভিন্ন দূর্গা পূজার মন্ডপ পরিদর্শন করেন তিনি।

এসময় মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মুনির চৌধুরী, সাধারন সম্পাদক কাজল কৃষ্ণ দে, মাদারীপুর পুলিশ সুপার, উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল নোমান, পৌরসভা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তোফাজ্জেল হোসেন খান প্রমূখ উপস্থিত ছিলেন।

শিরুয়াইল নাট মন্দির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চীফ হুইপ বলেন, বিগত সরকারের আমলে সনাতন ধর্মের মানুষ বিভিন্ন পূজা উৎসব পালন করতে আতংকগ্রস্থ থাকতো। এখন মানুষ আনন্দ উৎসব মূখর পরিবেশে পূজা উৎসব পালন করে। আর এটা সম্ভব হয়েছে একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগের জন্য। আজকে নিরাপদে শান্তিপূর্নভাবে আমরা যেমন ঈদ উৎসব পালন করি তেমনি আজ হিন্দু ধর্মালম্বীরাও নিরাপদে শান্তিপূর্নভাবে পূজা উৎসব পালন করতে পারে।