• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

উন্নয়ন

শিবচরের দত্তপাড়ায় নির্মান হচ্ছে তৃতীয় বৈদ্যুতিক সাবস্টেশন

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৮  

মাদারীপুর জেলার শিবচরের দত্তপাড়া ইউনিয়নের আনন্দবাজার সংলগ্ন এলাকায় নির্মান হচ্ছে উপজেলার তৃতীয়তম বৈদ্যুতিক সাব-স্টেশন (পাওয়ার হাউজ)। ৩৩/১১ কেভির  ৫০ মেগাওয়াট সম্পন্ন বৈদ্যুতিক কেন্দ্রটির নির্মান কাজ প্রায় শেষের পথে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নিরবচ্ছিন্ন বৈদ্যুতিক ব্যবস্থা সরবরাহের জন্য শিবচরের আরো একটি বৈদ্যুতিক সাব-স্টেশন নির্মান হচ্ছে। এছাড়াও শিবচরে আরো দুটি সাবস্টেশন রয়েছে।
দত্তপাড়া এলাকায় বসবাসরতরা জানান,‘আমাদের এখানে গ্রামের মধ্যে একটি বৈদ্যুতিক সাব-স্টেশন নির্মান হচ্ছে। এটা এ এলাকার মানুষের জন্য একটা আনন্দের বিষয়। আমরা আশা করি এর ফলে এই এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ নিশ্চিত হবে। তাছাড়া এই সাব-স্টেশন নির্মানকে আমরা গ্রাম পর্যায়ে উন্নয়েনের একটা বড় চিত্র হিসেবে দেখছি।
ব্যবসায়ী ফারুক হোসেন বলেন,‘আমাদের এ এলাকার প্রায় প্রতিটি ঘরেই এখন বিদ্যুত রয়েছে। যে সকল এলাকায় বিদ্যুত ছিল না, গত দুই বছরে সেখানেও বিদ্যুত পৌছে গেছে। এখানে সাব-স্টেশন হলে ঘরে ঘরে বৈদ্যুতিক ভোল্টেজ স্বাভাবিক থাকবে বলে শুনেছি। তাতে করে ঘরের বৈদ্যুতিক সামগ্রী ভালো থাকবে।
জানা গেছে, দত্তপাড়া-আনন্দবাজার সড়কের মৎসখামারের সামনেই খোলা জমিতে এ বৈদ্যুতিক সাব-স্টেশন নির্মান কাজ চলছে। অবকাঠামো নির্মান কাজ প্রায় শেষের পথে রয়েছে।
সাব-স্টেশনটির নির্মান কাজ দেখাশোনার দায়িত্বে থাকা এনার্জি প্যাক এর উপ-সহকারী পরিচালক মাসুম বিল্লাহ জানান,‘এই সাব-স্টেশনটি ৩৩/১১ কেভির ৫০ মেগাওয়াট সম্পন্ন হবে। শিবচরের তৃতীয় সাব-স্টেশন এটি। রূপপুর পারমানবিক বিদ্যুত কেন্দ্রের আওতাধীণ হবে এই সাবস্টেশনটি।