• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

শিবচরের চরাঞ্চলে পুলিশের আইজিপির পক্ষ থেকে ত্রান বিতরণ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৫ জুলাই ২০২০  

শিবচর প্রতিনিধিঃ মাদারীপুর জেলার শিবচরের চরাঞ্চলে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে। শনিবার(২৫ জুলাই) বিকেলে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ এর পক্ষ থেকে বন্যা ও পদ্মা নদীর ভাঙ্গন কবলিত দেড় শতাধিক পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়।

শিবচর থানা সূত্রে জানা গেছে, পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ এর পক্ষ থেকে শিবচরের পদ্মার চরাঞ্চল চরজানাজাত ইউনিয়নে বানভাসী ও নদী ভাঙন মানুষের মাঝে ত্রান বিতরণের আয়োজন করে জেলা পুলিশ। এ সময় পুলিশ সদস্যরা পানিবন্দি ১৫০ টি পরিবারে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ২ টি শাড়ি, ১ টি লুঙ্গি, ২ টি সাবান ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সম্বলিত ১টি করে প্যাকেট প্রত্যেক পরিবারকে পৌছে দেয়।

এ সময় মাদারীপুর পুলিশ সুপার মাহবুব হাসান, সহকারী সিনিয়র পুলিশ সুপার আবির হোসেন, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগ সভাপতি ইলিয়াস পাশাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

মাদারীপুর পুলিশ সুপার মাহবুব হাসান বলেন, 'আইজিপি স্যারের পক্ষ থেকে চরজানাজাত ইউনিয়নে পানিবন্দি ১৫০ টি পরিবারের মাঝে ত্রান বিতরন করা হয়েছে। পর্যায়ক্রমে বন্যা ও নদী ভাঙ্গন কবলিত সকল ইউনিয়নে ত্রান বিতরন করা হবে।'