• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

শিবচরে ৭১৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২০  

 

মাদারীপুর জেলার  শিবচর উপজেলায় ২০১৯/২০ অর্থবছরের খরিপ-১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদেরকে উফশী আউশ আবাদ বৃদ্ধির লক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ৭১৫ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২ টার দিকে শিবচর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ১৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ৭১৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে এই বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপম রায়ের সঞ্চালনায় ও শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর  কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক  কৃষিবিদ মোঃ মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা  কৃষি সম্প্রসারন অধিদপ্তরের প্রশিক্ষক কৃষিবিদ মোঃ আসগর আলী।

শিবচর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় উপজেলার ১৯ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রতি ১জন কৃষকের মাঝে ৫ কেজি ধানের বীজ,২০ কেজি ডিএপি সার ,১০ কেজি এমওপি সার ও ১ টি করে মাস্ক বিতরন করা হয়।

এছাড়াও ২০ জন কৃষকের প্রতি জনকে ১৩০ গ্রাম গ্রীস্মকালীন পেয়াজের বীজ ও আড়াই কেজি করে পলিথিন বিতরন করা হয়।

কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক মোয়াজ্জেম হোসেন বলেন,'কৃষি খাতে যেন কোন সমস্যা না ঘটে এবং অধিক উৎপাদনের লক্ষ্যে কৃষি বিভাগ কৃষকদেরকে নিয়ে ইতোমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। করোনার প্রভাবে যেন কৃষিতে ঘাটতি না হয় বরং কৃষিতে আমরা উদ্বৃত্ত রাখার প্রত্যয় ঘোষনা করেছি।'
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষক মো. আসগর আলী বলেন,' প্রধানমন্ত্রী বলেছেন আউশ মৌসুমে দ্বিগুন ফলন যাতে হয়। মাদারীপুরে ৮ শত ৫০ হেক্টর জমিতে আউশ উৎপাদন হয়। এবছর আমরা ১৮শত ৫০ হেক্টর জমিতে আউশের উৎপাদনের লক্ষ্য নির্ধারন করেছি। এজন্য আউশের বীজ,গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ ও সার দিচ্ছি।'

এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন শিবচর  উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাগন।