• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

শিবচরে হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৬ মে ২০২০  

 


মাদারীপুর জেলার শিবচর থেকে হত্যা মামলার এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে
মাদারীপুর র‌্যাব-৮। বৃহস্পতিবার দিবাগত রাতে জেলার শিবচর উপজেলার বড় কেশবপুর আরেশদ তালুকদারকান্দি গ্রাম থেকে আসামী ইউনুছ ঘরামীকে(৬০) গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ইউনুছ ঘরামী ওই এলাকার সোনাম উদ্দিন ঘরামীর ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দলের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে গত রাত দেড়টার দিকে শিবচর উপজেলার বড় কেশবপুর আরশেদ তালুকদার কান্দি গ্রামে অভিযান পরিচালনা করে মাদারীপুর জেলার শিবচর থানার হত্যা মামলার পলাতক আসামী ইউনুছকে গ্রেফতার করে।

ঘটনার বিবরণে জানা যায় যে, পারিবারিক জমিজমাকে কেন্দ্র করে গত ১৪ তারিখ দিবাগত রাতে মাদারীপুর জেলার শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ফালু মাদবরেরকান্দি গ্রাম এলাকার কালাম ঘরামীকে(৩০) হত্যা করে লাশ গুমের চেষ্টা করে।
এ ঘটনায় নিহতের  পিতা নূরু ঘারামী বাদী হয়ে মাদারীপুর জেলার শিবচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। (মাদারীপুর জেলার শিবচর থানার মামলা নং-১২, তারিখ ঃ ১৪-০৫-২০২০খ্রিঃ ধারাঃ-৩০২/২০১/৩৪ পেনাল কোড) এবং আসামীদের গ্রেফতারে র‌্যাবের সহায়তা কামনা করেন।
মামলার প্রেক্ষিতে র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দলের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে
র‌্যাবের একটি দল ২৪ ঘন্টার মধ্যে চাঞ্চল্যকর এ হত্যা মামলার আসামিকে গ্রেফতার করে।

মাদারীপুর র‌্যাবের অধিনায়ক মোহাম্মদ তাজুল ইসলাম জানান, আসামী ইউনুছ ঘরামী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ২৪ ঘন্টার মধ্যেই তাকে গ্রেফতার করতে সমর্থ হই আমরা। আটককৃত আসামীকে মাদারীপুর জেলার শিবচর থানায় হস্তান্তর করা হয়।