• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

শিবচরে সড়ক পরিবহন আইন-২০১৮ সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৯  

শিবচর প্রতিনিধিঃ
মাদারীপুর জেলার শিবচরে সড়ক পরিবহন আইন ২০১৮ সম্পর্কে পরিবহন চালক, পথচারীদের অবহিত করতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করছে শিবচর থানা পুলিশ। বুধবার (১৩ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন সড়কে পরিবহন মালিক, শ্রমিক, চালক-হেলপার ও পথচারীদের নিয়ে এ সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

এসময় হেলমেট, ড্রাইভিং লাইসেন্সসহ বিভিন্ন কাগজপত্র যাচাই বাছাই করে পুলিশ। সড়ক পরিবহন আইন-২০১৮ সম্পর্কে সকলকে অবহিত করেন এবং ভবিষ্যতে সকলকে আইন মেনে চলতে অনুরোধ করেন। 
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সড়ক পরিবহন আইন ২০১৮ সম্পর্কে সকলকে অবহিত করতে আমরা এ কার্যক্রম চালাচ্ছি। চালক থেকে শুরু করে পথচারী সকলকেই এই আইন জানা অত্যান্ত জরুরী। সচেতনতামূলক কার্যক্রম আমরা চালিয়ে যাবো উপজেলা প্রধান প্রধান সড়কে।

সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো: ইব্রাহিম বলেন, সড়ক পরিবহন আইন সঠিকভাবে মেনে চললে সড়ক দূর্ঘটনা অনেকাংশেই কমে যাবে।’
এসময় তিনি সকলকে এই আইন মেনে চলার আহব্বান জানান।