• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

শিবচরে মাছ ধরার অপরাধে ৩৫ জেলের সাজা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২০  

শিবচর প্রতিনিধিঃ ইলিশ সংরক্ষণে শিবচরের পদ্মায় বুধবার(২১ অক্টোবর) সারাদিন অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত রেভিনিউ কালেক্টর মাহবুবুল হক এর নেতৃত্বে মৎস বিভাগ ও পুলিশের একটি টিম পদ্মার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৩৫ জন জেলেকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিকেলে আটককৃতদের ২৩ জনকে ১ বছর করে কারাদন্ড প্রদান করেন। এছাড়া বাকীদেরও সাজা প্রদান প্রক্রিয়াধীন রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর থেকে ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। মা ইলিশ রক্ষায় জেলার পদ্মানদীর শিবচর অংশে নিয়মিত অভিযান পরিচালনা করছে প্রশাসন। এরই অংশ হিসেবে বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত নেজারত ডেপুটি কালেক্টর মাহবুবুল হক এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের টিম অভিযান চালিয়েছে পদ্মায়। এ সময় মাছ ধরার অপরাধে ৩৫ জেলেকে আটক করে শাস্তি প্রদান করে। আটককৃতদের মধ্যে ২৩ জনকে ইতোমধ্যে ১ বছর করে সাজা দেয়া হয়েছে। অনলাইনের মাধ্যমে এ সাজার প্রক্রিয়া শেষ করতে হয় বিধায় সময় বেশি লাগে কাজ শেষ করতে। বাকীদেরও সাজা প্রক্রিয়াধীন।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নেজারত রেভিনিউ কালেক্টর  মাহবুবুল হক জানান,'মা ইলিশ রক্ষায় আমরা সর্বোচ্চ পরিশ্রম করে যাবো। প্রতিদিন রাত-দিন পদ্মায় আমাদের অভিযান চলবে। আটককৃত জেলেদের কমপক্ষে এক বছর করে সাজা দেয়া হচ্ছে।'