• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

শিবচরে বেগম রোকেয়া দিবস পালন

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২০  

শিবচর প্রতিনিধিঃ 'কমলা রঙের বিশ্বে নারী, বাধার পথ দেবেই পাড়ি' প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের শিবচরে  আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২০ পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বুধবার দুপুরে উপজেলার ইলিয়াস আহমেদ চৌধুরী অডিটরিয়ামে দিবসটি উপলক্ষে আলোচনা ও জয়িতা সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৫ জন জয়িতাকে সম্মাননা পদক, সনদ ও চেক প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য মোসলেম উদ্দিন খান, শিবচর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, সহকারী কমিশনার ভূমি রকিবুল হাসান, মাদারীপুর জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আয়শা সিদ্দিকা মুন্নী ও উপজেলার বিভিন্ন সংগঠনের নারী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, 'বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বাংলার নারী জাগরণের স্বপ্নদ্রষ্টা। তার স্বপ্ন ছিল সমাজে নারী-পুরুষ সমান মর্যাদা আর অধিকার নিয়ে বাঁচবে। সারা জীবন তিনি তার সেই স্বপ্নের কথা বলে গেছেন, লিখে গেছেন তার গল্প-উপন্যাস-প্রবন্ধগুলোতে। যা আজও দিকনির্দেশনা হিসেবে সামনে রয়েছে। বেগম রোকেয়ার জীবন আচরণ ও নারী শিক্ষার প্রসারে তার কাজ স্মরণীয়। তিনি এই লড়াই চালিয়ে গেছেন আমৃত্যু।'