• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

শিবচরে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২০  

শিবচর প্রতিনিধিঃ ‘ভবিষ্যতের সংকট মোকাবিলায় শিক্ষকসমাজ’ প্রতিপাদ্যে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিবচরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল ১০ টার দিকে স্থানীয় শিবচর নন্দকুমার মডেল ইনষ্টিটিউশনের টিচার্স লাউঞ্জে উপজেলা বেসরকারী শিক্ষক সমিতির আয়োজনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।                     

শিবচর উপজেলা বেসরকারী শিক্ষক সমিতির সভাপতি সামসুল হকের সভাপতিত্বে ও উপজেলা বেসরকারী শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মাসুদুর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দত্তপাড়া টিএন একাডেমীর প্রধান শিক্ষক আবদুল ওহাব, শিবচর নন্দকুমার মডেল ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, উমেদপুর ওজিফা রবিউল্লাহ লাইসিয়ামের প্রধান শিক্ষক আরিফ হোসেন, মাদবরেরচর আর এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মোতালেব শিকদার, উমেদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রোকুনুজ্জামান, সালেহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নান্নু, নারিকেল বাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম, কুতুবপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মতিউর রহমান, ভদ্রাসন জি.সি একাডেমীর সহকারী প্রধান শিক্ষক মোশাররফ হোসেনসহ বিভিন্ন স্কুলের শিক্ষকেরা।

বক্তারা বলেন, 'বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের মাধ্যমে শিক্ষকদের নায্য দাবী পূরণ করণ করতে হবে। এর মাধ্যমেই শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটানো সম্ভব।' এসময় বক্তারা শিক্ষকদের অন্যান্য নায্য দাবীসমুহ মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।