• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

শিবচরে বিদ্যালয়ের নতুন চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৩ মার্চ ২০২১  

শিবচর প্রতিনিধিঃ মাদারীপুর জেলার শিবচরে মুন্সী কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের চারতলা 'নূর ই আলম চৌধুরী' একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী নব নির্মিত ভবনের উদ্বোধন করেন।

এসময় চিফ হুইপ বলেন,'বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ হতে হবে। আর সোনার মানুষ হতে হলে উচ্চ শিক্ষার কোন বিকল্প নেই। আমরা যদি সোনার মানুষ তৈরি করতে না পারি, তবে কোন উন্নয়নই কাজে আসবে না।'

তিনি বলেন,'স্বাধীনতার পক্ষের শক্তি ক্ষমতায় থাকায় দেশের উন্নয়ন হচ্ছে। শিবচরের কাদিরপুরে শিবচর সদর থেকে আসতে একসময় নৌকা ছাড়া কোনো উপায় ছিল না। হাটবাজারের কোন পরিবেশ ছিল না। শিক্ষা প্রতিষ্ঠান অপ্রতুল ছিল। আজ সব বদলে গেছে। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকায় এ উন্নয়ন সম্ভব হয়েছে।'

চিফ হুইপ আরো বলেন,'শিবচরে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে। আমরা চাই আমাদের ছেলেমেয়েরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়নের অংশীদার হতে পারে।'

বিদ্যালয়ের সভাপতি চান মিয়া তালুকদারের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান এবং উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।