• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

শিবচরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৩ জুন ২০২০  

শিবচর প্রতিনিধিঃ মাদারীপুর জেলার শিবচরে এক স্কুলছাত্রীকে বিয়ে দেয়ার চেষ্টা করলে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে তা পন্ড হয়ে যায়। ঘটনাটি ঘটেছে উপজেলার সন্যাসীরচর ইউনিয়নে সোমবার(২২ জুন) রাত ১১ টার দিকে।

জানা গেছে, সোমবার রাত ১১ টার দিকে উপজেলার সন্যাসীরচর ইউনিয়নের আদু খাঁর কান্দি গ্রামের রাজ্জাক মাতুব্বর এর বাড়িতে দশম শ্রেনির এক স্কুলছাত্রীর বিয়ের আয়োজন করে তার পরিবার। খবর পেয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) এম রাকিবুল হাসানসহ প্রশাসনের একটি টিম অভিযান চালায়। পরে মেয়েটির পরিবার প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না বলে অঙ্গীকার করেন। এদিকে খবর পেয়ে আগেই বর পক্ষের লোকজন পালিয়ে যায়।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার এম রাকিবুল হাসান জানান, 'রাতের আঁধারে স্কুল ছাত্রীর বিয়ে দেবার খবর পেয়ে আমরা অভিযান চালাই। প্রথমে তারা অস্বীকার করলেও পরে ভুল বুঝতে পারে মেয়েটির পরিবার। প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে না দেয়ার অঙ্গীকার করেন মেয়ের বাবা। এছাড়া মেয়েও প্রাপ্ত বয়স না হওয়ার আগে বিয়েতে মত দেবে না বলেও অঙ্গীকার করে।' বাল্য বিয়ে রোধে শিবচর উপজেলা প্রশাসন সর্বাত্মক কাজ করে যাবে বলে তিনি জানান।