• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

শিবচরে নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখায় জরিমানা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২১  

শিবচর প্রতিনিধিঃ মাদারীপুর জেলার শিবচরে নির্ধারিত সময়ের পর দোকান ও রেস্টুরেন্ট খোলা রাখার দায়ে ৬ টি মামলায় ১৫ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার সন্ধ্যা থেকে রাত ৯ টা পর্যন্ত মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যজিস্ট্রেট মাহমুদুল হাসানের নেতৃত্বে  শিবচর উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।

জানা গেছে, করোনাভাইরাস প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায়  শপিংমল, বিপণী বিতান এবং হোটেল রেস্টুরেন্ট খোলার নির্দিষ্ট সময় বেধে  দেয় মাদারীপুর জেলা প্রশাসন। কিন্তু  সন্ধ্যার পরে প্রশাসনের বিধি নিষেধ না মেনে উপজেলার পাঁচ্চর  বাজার, পাঁচ্চর বাসস্ট্যান্ড ও সূর্যনগর বাজারে কয়েকটি রেস্টুরেন্টে, মুদি দোকান,কসমেটিকসের দোকান ও টাইলসের দোকান খোলা রাখা হয়।

খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট মাহমুদুল হাসান অভিযান চালিয়ে পাঁচ্চর বাসস্ট্যান্ডে তিনটি রেস্টুরেন্টে মালিককে  ৯ হাজার ৫ শত টাকা,পাঁচ্চর বাজারে একটি টাইলসের দোকান মালিককে ২ হাজার টাকা ও একটি কসমেটিকসের দোকান মালিককে ৩ হাজার টাকা ও সূর্যনগর বাজারে একটি মুদি দোকান মালিককে  ১ হাজার টাকাসহ মোট ১৫ হাজার পাঁচশত টাকা জরিমানা  আদায় করেন।

নির্বাহী ম্যজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, 'সারাদেশে লকডাউন চলছে। এক্ষেত্রে প্রশাসন সকল দোকানপাট বন্ধে সময়সীমা নির্ধারন করেছন। দোকানপাট খোলা রাখার দায়ে আমরা ৬ টি মামলার মাধ্যমে ১৫ হাজার পাঁচশত  জরিমানা করেছি। যারা প্রশাসনের বিধিনিষেধ অমান্য করবে তাদের আইনের আওতায় আনা হবে।'