• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

শিবচরে নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২১  

শিবচর প্রতিনিধিঃ করোনা সংক্রমন এড়াতে সারাদেশব্যাপী সর্বাত্মক লকডাউন চলছে। এতে বেকার হয়ে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। তাই রমজানের প্রথম দিনেই মাদারীপুরের শিবচরে নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে চীফ হুইপ নূর-ই আলম চৌধুরীর পক্ষ থেকে পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান পৌরবাসীদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেন।

জানা যায়, বুধবার সকালে শিবচর পৌরসভার চৌধুরী ফাতেমা বেগম অডিটরিয়াম, লালন মঞ্চ ও নন্দকুমার মডেল ইনস্টিটিউশন মাঠে নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরনের আয়োজন করা হয়। এসময় পৌরসভার ভ্যান চালক, চায়ের দোকানদার, দিনমজুরসহ ৪ শতাধিক নিম্ন আয়ী পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়। এসময় পৌরসভার কাউন্সিলরবৃন্দ ও কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শিবচর পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান বলেন, 'করোনায় লকডাউনের কারনে অনেক নিম্ন আয়ের মানুষ বেকার হয়ে পড়েছে। চীফ হুইপ নূর-ই আলম চৌধুরীর নির্দেশে তার পক্ষ থেকে রমজানের প্রথম দিনেই নিম্ন আয়ের মানুষের মাঝে খাবার সহায়তা পৌছে দেওয়া হয়েছে। করোনা সংক্রমন  এড়াতে লকডাউন বাস্তবায়নে সকলকে সহযোগীতা করতে হবে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সরকারের নির্দেশনা মোতাবেক চলতে আহব্বান করছি।'