• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

শিবচরে নানা আয়োজনে মুজিববর্ষ পালিত

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৮ মার্চ ২০২০  

মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচরে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবাষির্কী। এই দিনটিকে ব্যাপক পরিসরে উদযাপন করার কথা থাকলেও করোনাভাইরাসের প্রভাবে তা পরিবর্তন করা হয়েছে।

শিবচর উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ মঙ্গলবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটির কার্যক্রম শুরু করেন। পরে উপজেলার দলীয় কার্যালয়ে কেক কেটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগে সভাপতি (ভারপ্রাপ্ত) আ. লতিফ মোল্লা, সাধারন সম্পাদক ডা. মোঃ সেলিম, পৌর আ.লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন (খান তোতা) সাধারন সম্পাদক শংকর চন্দ্র ঘোষ উপজেলা যুব লীগের সভাপতি সভাপতি ইলিয়াছ পাশা, সাধারন সম্পাদক মোঃ খায়রুজ্জামান খান প্রমুখ।

এদিকে উপজেলা প্রশাসনের আয়োজনে  শিবচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান সভাতিত্বে ইলিয়াছ আহম্মেদ চৌধুরী অডিটোরিয়ামে শিশু কিশোরদের  মাঝে চিত্রা অংকন ও বঙ্গবন্ধু ভাষণ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন খান,পৌর মেয়র আওলাদ হোসেন খান, ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার,শিবচর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, আওয়ামী লীগের কেন্দ্রী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন খান।