• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

শিবচরে দুই দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৭ মার্চ ২০২১  

শিবচর প্রতিনিধিঃ মাদারীপুর জেলার শিবচরে ২ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৭ মার্চ) সকাল দশটার দিকে উপজেলা চত্বরে আয়োজিত এ মেলার উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসন আয়োজিত এ মেলায় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল রয়েছে। সরকারের উন্নয়নমূলক নানা কর্মকান্ডের প্রদর্শণী করা হচ্ছে স্টলগুলোতে।

শিবচর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ' বাংলাদেশের এক অনন্য অর্জন, স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষ্যে উন্নয়নমেলায় দুই দিন ব্যাপী আলোচনা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার সকালে শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা প্রধান অতিথি থেকে মেলার উদ্বোধন করেন। এর আগে এক বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়। র্যালীটি উপজেলা চত্বর থেকে বের হয়ে মেলার প্রাঙ্গনে এসে শেষ হয়।

দুইদিন ব্যাপী এ মেলার দ্বিতীয় দিনে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে উপস্থিত বক্তৃতা, কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা। বিকেলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডা. মো. সেলিম, বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন খান। অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) এম. রাকিবুল হাসান, উপজেলা যুবলীগের সভাপতি মো. ইলিয়াস পাশা।