• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

শিবচরে করোনার অ্যান্টিজেন টেস্ট শুরু

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১ এপ্রিল ২০২১  

শিবচর প্রতিনিধিঃ মাদারীপুর জেলার শিবচরে করোনার অ্যান্টিজেন্ট টেস্ট শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুরু হয় করোনার অ্যান্টিজেন টেস্ট। প্রথম দিনে মোট পাচজনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে তিনজন করোনা পজেটিভ রোগী পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় জেলার উপজেলা পর্যায়ে শুরু হয়েছে করোনার অ্যান্টিজেন টেস্ট। বৃহস্পতিবার দুপুর থেকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন করোনার টেস্ট করতে আসে। এদের মধ্যে তিনজনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে।

এদিকে করোনার রোগীর প্রকপ বেড়ে যাওয়ায় মাদারীপুর জেলা প্রশাসন ও শিবচর পৌরসভার উদ্যোগ উপজেলায় দোকানপাট বন্ধ রাখা ও জনসাধারণের চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে। কাঁচা মালামালের বাজার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত, অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ প্রদান করেছে। শুধুমাত্র ঔষুধের দোকান ২৪ ঘন্টা খোলা থাকছে।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মিঠুন বিশ্বাস জানান, 'মোট পাচজনের করোনা টেস্ট  করা হয়, তা মধ্যে তিনজন করোনা পজিটিভ অর্থাৎ করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে।'