• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

শিবচরে করোনা ভাইরাস নিয়ে থানা পুলিশের সচেতনতা কার্যক্রম

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৮ মার্চ ২০২০  

 

মাদারীপুর জেলার শিবচরে করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হবার আহব্বান জানিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে শিবচর থানা পুলিশ।
বুধবার দুপুরে শিবচর পৌর বাজারে শিবচর থানা পুলিশের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়। এ সময় সাধারন পথচারী, ব্যবসায়ীসহ নানা শ্রেণি পেশার মানুষকে সচেতন করে পুলিশের টিম।
সংশ্লিষ্ট সূত্র জানায়,সম্প্রতি ইতালি থেকে অনেক প্রবাসীরা দেশে আসেন। তাদের মধ্যে শিবচরের অনেকেই রয়েছেন। ফলে করোনা নিয়য়ে আতঙ্কিত রয়েছেন সাধারন মানুষ। আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়াতে প্রশাসনের এ কার্যক্রম। এসময় হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলা ও পরিস্কার পরিচ্ছন থাকার বিষয়ে সচেতন করা হয় এবং এ সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন,' আমরা নিয়মিত সাধারন মানুষদের মাঝে সচেতনতার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। উপজেলার ব্যবসায় প্রতিষ্ঠান, খাবার হোটেল, চায়ের দোকান,সেলুনসহ সকল স্থানে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে এবং হাঁচি-কাঁশির শিষ্টাচার নেমে চলতে বলেছি। সবাইকে সচেতন হয়ে করোনা ভাইরাস প্রতিরোধ করতে হবে। সে লক্ষ্যেই আমাদের এ কার্যক্রম।'