• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

শিবচরে ইলিয়াস আহমেদ চৌধুরী`র (দাদা ভাই) ২৮ তম মৃত্যুবার্ষিকী পালন

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৯ মে ২০১৯  

শিবচর প্রতিনিধিঃ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য ইলিয়াস আহমেদ চৌধুরী'র (দাদা ভাই) ২৮ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

রবিবার (১৯ মে) বাদ আছর মরহুমের নিজ বাড়িতে এ উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসময় দাদা ভাইয়ের রুহের মাগফিরাত কামনাসহ সকলের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য ইলিয়াস আহমেদ চৌধুরী দাদা ভাই এর জ্যেষ্ঠ পুত্র নূর-ই-আলম চৌধুরী বর্তমান একাদশ জাতীয় সংসদের চীফ হুইপের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি মাদারীপুর-১ আসন থেকে ছয় বারের নির্বাচিত জাতীয় সংসদের সংসদ-সদস্য ও ৯ম জাতীয় সংসদে হুইপ হিসাবে দায়িত্ব পালন করেন। নূর-ই-আলম চৌধুরী ১০ম জাতীয় সংসদের আওয়ামী লীগ পার্লামেন্টারী পার্টির সেক্রেটারী ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

অন্যদিকে তাঁর কনিষ্ঠ পুত্র মজিবুর রহমান চৌধুরী (নিক্সন চৌধুরী) ফরিদপুর-৪ আসন থেকে দশম এবং একাদশ জাতীয় সংসদের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মরহুমের বড় ছেলে জাতীয় সংসদের চীফ হুইপ নূর ই আলম চৌধুরী এমপি, ছোট ছেলে মজিবুর রহমান নিক্সন চৌধুরী এমপি, মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য, সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মিয়াজউদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা,জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মুনির চৌধুরী, মাদারীপুর পুলিশ সুপার সুব্রত কুমার হালদার,শিবচর উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খান, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান এবং ফরিদপুরের ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসনের উপজেলা চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারন উপস্থিত ছিলেন।