• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

শিবচরে ইলিশ সম্পদ উন্নয়ন বিষয়ক সচেতনতামূলক সভা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২০  

শিবচর প্রতিনিধিঃ মাদারীপুর জেলার শিবচরে ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষ্যে ইলিশ সম্পদ উন্নয়ন বিষয়ক এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার মাদবরেরচর এলাকায় এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত হন মাদারীপুর জেলা প্রশাসক ড.রহিমা খাতুন।

জানা গেছে, আগামী ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকারিভাবে নিষিদ্ধ রয়েছে ইলিশ শিকার। এ মৌসুমে ইলিশ মাছ না ধরতে জেলেদের নিষেধাজ্ঞার পাশাপাশি সাধারন মানুষের মধ্যে সচেতনতার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়েছে।

জেলা প্রশাসক ড.রহিমা খাতুন বলেন,'ইলিশ ধরা বন্ধে ভ্রাম্যমান আদালতের টিম সার্বক্ষণিক পদ্মানদীতে টহল দেবে। এছাড়াও মাছ কেনাবেচাসহ সকল কার্যক্রম বন্ধে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান জানান,'মা ইলিশ রক্ষায় প্রশাসন বরাবরের মতো কঠোর অবস্থানে রয়েছে। কোন ভাবেই এবছর মা ইলিশ ধরতে দেয়া যাবে না।'

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন শিবচর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএম আতাউর রহমান আতাহার, জেলা মৎস কর্মকর্তা রিপনকান্তি ঘোষ,শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, মাদবরেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চৌধুরী সুলতান মাহমুদ প্রমুখ।