• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

শিবচরে ইলিশ ধরার অপরাধে ২১ জেলের সাজা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৯  

মাদারীপুর জেলার শিবচরের পদ্মায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার ও ক্রয়ের অপরাধে জেলেসহ ২১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালত। রবিবার(১৩ অক্টোবর) রাত সাড়ে দশটার দিকে আটককৃতদের এ সাজা দেয়া হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও আসাদুজ্জামান আটককৃতদের এ সাজা প্রদান করেন। এর আগে রাত ৮ টার দিকে উপজেলার বন্দোরখোলা ইউনিয়নের কাজিরসূরা এলাকায় অভিযান চালান তিনি। এ সময় মাছ ধরা ও ক্রয়ের অপরাধে ৬ জনকে আটক করা হয়। এছাড়া বিপুল পরিমান ইলিশ ও ১১ হাজার মিটার জাল জব্দ করা হয়।এদিকে পুলিশের একটি টিম বিকেলে কাঁঠালবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মাছ ধরার অপরাধে  জেলেদের আটক করে। আটককৃতরা হলেন- শিবচর উপজেলার বন্দোরখোলা ইউনিয়নের বাদশা মাদবর (২৫),নয়ন মোল্যা (২৬), সন্যাসীরচর ইউনিয়নের শাহজাহান মাল(৩৮), ওমর ফারুক (৪৮), রব বেপারী(৬৫), মান্নান মাল(১৮), আশিক শিকদার (২১), নাসির (২৫),সাদ্দাম হোসেন (২৮), সেকান্দার তালুকদার(৫০),হাকিম শেখ (৩৫)। কাঁঠালবাড়ি ইউনিয়নের তোতা মোল্লা (৩৫), সোহাগ মোড়ল (২৩)। চরজানাজাত ইউনিয়নের সেকান্দার খালাশী (৪০), শরিয়তপুরের জাজিরা উপজেলার রেজাউল (২৮) পাবনার বেড়া উপজেলার শাহিন মোল্লা(৩১),মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার সুরমান মোল্ল্যা (২৫)। এদেরকে ২০ দিনের কারাদন্ড দেওয়া হয়। এছাড়া শিবচরের চরজানাজাত এলাকার শুক্কুর (৫০),শরিয়তপুর জেলার জাজিরার শাহিন(৪০), লৌহজং উপজেলার কামরুল (২৫) ও হারুন শেখকে (৫১) ১ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান বলেন,'মা ইলিশ রক্ষায় আমাদের অভিযান চলবে। এ ব্যাপারে আমরা কঠোর অবস্থানে রয়েছি। আটককৃতরা মাছ শিকার ও ক্রয়ের সাথে জড়িত।