• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

শিবচরে অবৈধ পলিথিন ও নকল সিগারেট জব্দ, ২ দোকানদারকে জরিমানা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২১  

শিবচর প্রতিনিধিঃ মাদারীপুর জেলার শিবচরে অবৈধ পলিথিন ও নকল সিগারেট রাখার দায়ে দুই দোকানদারকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মাদারীপুর র‌্যাব ও জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান ও র‌্যাবের যৌথ অভিযানে এ অবৈধ পলিথিন ও সিগারেট জব্দ করা হয়।

মাদারীপুর র‌্যাব সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে মাদারীপুর র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দলের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের নেতৃত্বে এক যৌথ অভিযান পরিচালিত হয় জেলার শিবচর উপজেলার মাদবরেরচর বাজার এলাকায়। এসময়  নিষিদ্ধ পলিথিন সংরক্ষন, বিপুল পরিমাণ নকল সিগারেট মজুদ ও  বিক্রয় করার অপরাধে সালাম ষ্টোর ও ভাই ভাই ষ্টোর নামের দুটি প্রতিষ্ঠানের মালিক মো. সালাম শেখকে ৭৫ হাজার টাকা এবং মো. জুলহাসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের দোকান থেকে ২৫০ কেজি পলিথিন ও ২৭০ কার্টুন নকল সিগারেট উদ্ধার করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান জানান, 'বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে আমরা এই অভিযান পরিচালনা করি। এবং দুটি দোকান থেকে এ সময় বিপুল পরিমান পলিথিন ও নকল সিগারেট উদ্ধার করা হয়।'