• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮ চিকিৎসকের যোগদান

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৯  

 

মাদারীপুরের শিবচর উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সে সদ্য যোগদানকৃত এম.বি.এস ডাক্তারদের নিয়ে আজ সোমবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এক মতবিনিময় ও পরিচিতি সভার আয়োজন করা হয়। 
শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোকাদ্দেস- এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুদ্দিন খান। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আওলাদ হোসেন খান, শিবচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ সেলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, শিবচর প্রেস ক্লাবের সভাপতি এ কে এম নাসিরুল হক প্রমুখ। উল্লেখ্যে,সম্প্রতি অনুষ্ঠিত ৩৯তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ন ১৮ জন চিকিৎসক একযোগে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ও বিভিন্ন ইউনিয়ন সাব-সেন্টারে গত ২১ ডিসেম্বর’ তারিখ যোগদান করেছেন। 
শিবচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ মোকাদ্দেস জানান, চীফ হুইপ স্যারের নির্দেশে স্বাস্থ্য মন্ত্রনালয় গত ২১ ডিসেম্বর’২০১৯ইং তারিখ শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন সাব-সেন্টারগুলোতে একযোগে ১৮জন চিকিৎসককে পদায়ন দেন এবং তারা পর্যায়ক্রমে সকল চিকিৎসকই যোগদান করেন।