• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

শিবচর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ভোটগ্রহন চলছে

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২০  

শিবচর প্রতিনিধিঃ মাদারীপুর জেলার শিবচর উপজেলা পরিষদের উপ-নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় শুরু হওয়া এই ভোটগ্রহন বিরতিহীনভাবে চলবে বিকেল ৫টা পর্যন্ত। ভোটারা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে খুশি। কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, শিবচর উপজেলার ১শ’ ১ টি ভোট কেন্দ্রের ৫শ ১৩টি বুথে ২ লাখ ৬৪ হাজার ৪ শ ৯৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। যার মধ্যে পুরুষ ১ লাখ ৩৭ হাজার ৮ শ ৯০ জন ও নারী ভোটারের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬ শ ৫ জন। নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে ৫ জন পুলিশ ও ১২ জন আনসার সদস্য নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া র‌্যাবের ৪টি টহল টিম, ৩ প্লাটুন বিজিবি, একাধিক ভ্রাম্যমান আদালত পরিচালিত হচ্ছে।

শিবচর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হারুন-অর রশিদ জানান, 'গত ১০ জুন শিবচর উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খানের মৃত্যুতে শূণ্য হয় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ। এ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল লতিফ মোল্লা ও বিএনপির মনোনীত প্রার্থী চৌধুরী নাদিরা আক্তার পরস্পরের প্রতিদ্বন্দীতা করছেন। আব্দুল লতিফ মোল্লা শিবচর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। চৌধুরী নাদিরা আক্তার তিনি জেলা বিএনপি ও শিবচর উপজেলা বিএনপির সদস্য পদে রয়েছেন।'