• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে জেলা প্রশাসকের সচেতনতামূলক সভা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৯  

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে খাসেরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে শিক্ষার মান উন্নয়ন, মাদক, তথ্য প্রযুক্তির অপব্যাবহার, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্য বিয়ের বিরুদ্ধে এক সচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে প্রতিষ্ঠানটির মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় খাসেরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছায়েদুল বাশারেরর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারীপুরের জেলা প্রশাসক ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি জনাব মো: ওয়াহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ বদরুল আলম মোল্লা, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আমিনুল ইসলাম, কালকিনি থানার ওসি তদন্ত মো: হারুন অর-রশিদ । এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্য মো: বাবুল আকনসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।