• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

শবে মেরাজে নফল ইবাদত বাসায় করার আহ্বান

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২২ মার্চ ২০২০  

আজ রবিবার বাংলাদেশের মুসলমানরা পবিত্র শবে মেরাজ পালন করবেন। তবে মসজিদে গিয়ে এ ইবাদত পালনে করোনাভাইরাস ছড়ানোর ঝুঁকি বাড়তে পারে বিবেচনায় মুসলমানদের বাসায় থেকে ইবাদত করার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক আনিসুর রহমান সরকার গণমাধ্যমকে বলেন, ‘আজ পরিত্র শবেমেরাজে বাদ মাগরিব ইমাম শুধু মোনাজাত করবেন। সারা রাতের ইবাদত আমরা সবাইকে বাসায় করার আহ্বান জানাচ্ছি।’

প্রতি বছর শবেমেরাজে উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘লাইলাতুল মেরাজের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক ওয়াজ ও মিলাদ মাহফিল হয়। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবার ওয়াজ মাহফিল বা আনুষ্ঠানিক কোনো কর্মসূচি থাকছে না।