• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্কাউট আন্দোলনকে বেগবান করার আহ্বান

লোগো বদলালো ফেসবুক

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৫ নভেম্বর ২০১৯  

ফেসবুক কর্তৃপক্ষ তাদের লোগো বদলে ফেলেছে। চিরায়ত নীল রঙের ছোট হাতের অক্ষরে লেখা ফেসবুক শব্দটি এখন থেকে ক্যাপিট্যাল অক্ষরের হালকা খয়েরি রঙের লোগোতে পরিণত হয়েছে। তবে এটা ফেসবুকের সোশ্যাল মিডিয়ার জন্য না। এটা ফেসবুক কোম্পানির জন্য।

অর্থাৎ ওয়েব বা অ্যাপে আমরা ফেসবুকের আগের লোগোই দেখতে পাবো কিন্তু ফেসবুকের হেড অফিস বা আঞ্চলিক অফিসে লোগোটা আর এক থাকছে না। সবাই যে লোগো ওয়েবে বা অ্যাপে দেখে অভ্যস্ত এখন থেকে আর সেটা কোম্পানিতে থাকছে না।

ফেসবুক কোম্পানি শুধু ফেসবুক ঘিরে নয় বরং মালিকানায় আরো রয়েছে ইনস্টাগ্রাম, ওকুলাস এবং হোয়াটসঅ্যাপ। ফলে ফেসবুক কোম্পানির সকল সোশ্যাল মিডিয়াকে এক লাইনে দেখানোর জন্যই এই নতুন লোগো’র আগমন। এছাড়া এখন থেকে ইনস্টাগ্রাম, ওকুলাস এবং হোয়াটসঅ্যাপেও দেখা যাবে ফেসবুকের নতুন এই লোগো। অর্থাৎ ফেসবুক তার নিজের ব্র্যান্ডিং অন্যান্য সোশ্যাল অ্যাপে সফলভাবে করার জন্যই নতুন এই লোগো’র উদ্বোধন করেছে। পার্থক্য হচ্ছে, ছোট হাতের অক্ষরে নীল রঙের ফেসবুক থাকবে শুধুমাত্র আমাদের সর্বাধিক ব্যবহৃত ফেসবুকেই।

ফেসবুকের চিফ মার্কেটিং অফিসার এন্টিনিও লুসিও বলেন, ‘আমরা নতুন লোগো এনেছি ফেসবুক কোম্পানি আর ফেসবুক অ্যাপকে আলাদা করার জন্য। এখন থেকে ফেসবুকের আগের লোগো তার সোশ্যাল মিডিয়ার পরিচয়কে তুলে ধরবে।’ অর্থাৎ ফেসবুক কোম্পানি তার সোশ্যাল মিডিয়াকে স্বাধীন একটি মাধ্যম দিতে সক্ষম হলো। এটা ফেসবুকের সক্ষমতার একটি উদাহরণ। ফেসবুক কোম্পানি তার সোশ্যাল মিডিয়ার সুনামকে পুঁজি করতে চায় না।