• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

লাইসেন্স ছাড়া পণ্য বাজারজাত করায় মামলা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১০ জুন ২০২১  

বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ব্যতীত পণ্য বাজারজাত করার অপরাধে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

ঢাকার উত্তরা পশ্চিম এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযুক্ত প্রতিষ্ঠান ঢাকা জেলার উত্তরা পশ্চিম এলাকায় অবস্থিত আর ওয়ার্ল্ড ভিশনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

পাশাপাশি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে সংস্থাটির ফিল্ড অফিসার মো. খালেদ হোসেন অংশগ্রহণ করেন।