• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

লন্ডন থেকে ফিরলেন ৬০ বাংলাদেশি

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৩০ মার্চ ২০২০  

পৃথক ফ্লাইটে লন্ডন ও ম্যানচেস্টার থেকে দেশে ফিরেছেন ৭১ বাংলাদেশি। তাদের মধ্যে নয়জনকে হাজী ক্যাম্পে নেওয়া হয়েছে। বাকিদের বাড়িতে কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। 

সোমবার সকাল ১০টা ও দুপুর সাড়ে ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। শাহজালাল বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগের ইনচার্জ ডা. শাহরিয়ার সাজ্জাদ হোসেন এ তথ্য জানান। 

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর জানিয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও একজনের দেহে নভেল করোনাভাইরাস বা কভিড-১৯ রোগের সংক্রমণ শনাক্ত করা হয়েছে।

২১ মার্চ রাত থেকে ১০ দেশের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে বাংলাদেশ। ৩১ মার্চ পর্যন্ত ১০টি দেশের সঙ্গে আকাশপথে যোগাযোগ বন্ধ থাকবে। দেশগুলো হচ্ছে, কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান, সিঙ্গাপুর ও ভারত।