• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

লক্ষ্মীপুরে দেড় হাজার কেজি পেঁয়াজ জব্দ, গোডাউন সিলগালা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৯  

 

লক্ষ্মীপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে এক হাজার ৬০০ কেজি (৪০ বস্তা) পেঁয়াজ জব্দসহ একটি গোডাউন সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার রাতে পৌর শহরের গেঞ্জি হাটা রোডের ব্যবসায়ী (মুদি দোকানি) মাইন উদ্দিন তার গোডাউনে নিয়ম বহির্ভূতভাবে পেঁয়াজ মজুদ রাখায় ওই গোডাউনটি সিলগালা করে দেয়া হয়।

এদিকে, কার্তিক চন্দ্র সাহার একটি পাইকারি দোকানে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় তার কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুর রিদোয়ান আরমান শাকিল জানান, মাইন উদ্দিন স্টোর ক্রয় রশিদ ছাড়া নিয়ম বহির্ভূতভাবে পেঁয়াজ মজুদ রাখায় এক হাজার ৬০০ কেজি পেঁয়াজ জব্দ করাসহ তার গোডাউনটি সিলগালা করা হয়েছে। এছাড়া বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় অপর এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।