• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

লকডাউন আসলে কী?

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২২ মার্চ ২০২০  

চারপাশেই এখন প্রাণঘাতী করোনা ছড়িয়ে পড়েছে। যা এখন পর্যন্ত প্রাণ কেড়ে নিয়েছে ১৩ হাজার ৭১ জনের। আক্রান্ত হয়েছে ৩ লাখ ৮ হাজার ৬০৯ ও সুস্থ হয়েছেন ৯৫ হাজার ৮৩৪ জন। করোনা যেহেতু একটি ছোঁয়াচে রোগ তাই বিশেষভাবে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।

জরুরি অবস্থায় কিছু দেশ লকডাউন করা হয়েছে। আমাদের দেশেও ছড়িয়ে পড়েছে করোনা। তাইতো সাবধানতা বাড়াতে কিছু জায়গা লকডাউন করা হয়েছে। তবে অনেকেই জানেন না লকডাউন বলতে কী বোঝায়! তাই চলুন জেনে নেয়া যাক লকডাউন আসলে কী-

লকডাউন শব্দটি নতুন আসায় এর বাংলা প্রতিশব্দ এই মুহূর্তে বলা কঠিন। তবে এর অর্থ ‘অবরুদ্ধতা’ বলছেন অনেকে। তবে লকডাউন শব্দটির ব্যাখ্যায় ক্যামব্রিজ ডিকশনারিতে বলা হয়েছে, কোনো জরুরি পরিস্থিতির কারণে সাধারণ মানুষকে কোনো জায়গা থেকে বের হতে না দেয়া কিংবা ওই জায়গায় প্রবেশ করতে বাধা দেয়াই হলো ‘লকডাউন’।

এছাড়া অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে বলা হয়েছে, জরুরি সুরক্ষার প্রয়োজনে কোনো নিদিষ্ট এলাকায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিয়ন্ত্রণ করাই লকডাউন। এর শাব্দিক অর্থ তালাবদ্ধ করে দেয়া। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন করোনা পরিস্থিতি নিয়ে ফ্রান্স বলেন, ‘আমরা এখন যুদ্ধে আছি, মানুষের স্বাস্থ্য নিয়ে ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ।’

পাশাপাশি তিনি পাঁচটি জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার নির্দেশ দেন। এর মধ্যে রয়েছে— এমন কাজ যা বাসায় বসে করা যায় না এবং যা থামিয়ে রাখাও যাবে না, সুপার মার্কেট থেকে প্রয়োজনীয় বাজার সদাই করা, বাসার সন্তান ও বৃদ্ধদের খোঁজে কিংবা পরিবারের জরুরি প্রয়োজনে, স্বাস্থ্য ভালো রাখার জন্য কিছু সময় ব্যায়াম এবং জরুরি ওষুধপত্র কেনা। এসব কারণ ছাড়া বাইরে বের হওয়াকেই ফ্রান্সে ‘লকডাউন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।