• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

রেকর্ড তাপমাত্রায় নাভিশ্বাসে অস্ট্রেলিয়া, দাবানলের সতর্কবার্তা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২০  

তীব্র গরমে হাঁপিয়ে উঠেছে অস্ট্রেলিয়ার বাসিন্দারা। গত রাতে সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিডনিতে, যা চলতি বছরের নভেম্বরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা। অস্ট্রেলিয়া রাতে গড়ে তাপমাত্রা থেকে ২৫ দমশিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা বাড়তে থাকায় উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে সতর্ক সংকেত দেখিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সাউথ অস্ট্রেলিয়া এবং ভিক্টোরিয়ায় সামনের সপ্তাহগুলোতে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস রয়েছে। মহামারি করোনা কারণে বিধি-নিষেধ থাকায় সাউথ ওয়েলসের বাসিন্দদের সমুদ্র সৈকতে সামাজিক দ্রুত বজায় রাখার পরামর্শ দিয়েছে রাজ্যের স্বাস্থ্য অধিদফতর।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হচ্ছে, আগামী ৫ - ৬ দিনে কুইন্সল্যান্ডের দক্ষিণ পূর্বাঞ্চলে তাপমাত্রা অস্বাভাবিক ভাবে বাড়তে পারে। বিভিন্ন জায়গায় অসহনীয় তাপমাত্রার কারণে দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কায় সতর্ক করেছে দমকল বাহিনী।

ইতিমধ্যে ৪৫টি স্থানে দাবানলের খবর পাওয়া গেছে। হুমকির মুখে পশ্চিম সিডনির অনেক ঘর-বাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচটি অগ্নিনির্বাপণ বিমান প্রস্তুতির কথা জানান দমকল বাহিনীর উপকমিশনার পিটার।

২০১৯-২০২০ এর দাবানলে অস্ট্রেলিয়াজুড়ে ২ কোটি ৪০ লাখ হেক্টর বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে। যা এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ দাবানল বলে ধারণা করা হয়। দাবানলে পুড়ে মারা যান কমপক্ষে ৩৩ জন। কোটির বেশি প্রাণীর বাস্তুচ্যুত অথবা মৃত্যু হয়।