• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

রিমান্ড শেষে কারাগারে জেএমবির দুই সদস্য

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৩ জুন ২০২০  

রাজধানীর মহাখালী থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেটসহ গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তারা হলেন- মোস্তাফিজুর রহমান ও রুহুল আমিন।

শনিবার (১৩ জুন) একদিনের রিমান্ড শেষে তাদের দুইজনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

অপরদিকে তাদের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ একদিনের রিমান্ড মঞ্জুর করেন। মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল তাদেরকে আটক করে। এরপর বনানী থানায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়।