• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

রিফাতের মা ও দুই বোনের সাক্ষ্যগ্রহণ আজ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২০  

বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দ্বিতীয় দিনের মতো সাক্ষ্যগ্রহণ করা হবে। বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আসাদুজ্জামান এ সাক্ষ্যগ্রহণ করবেন।

দ্বিতীয় দিনে সাক্ষ্য দিতে আদালতে উপস্থিত হয়েছেন নিহত রিফাতের মা ডেইজি বেগম, একমাত্র বোন ইসরাত জাহান মৌ এবং চাচাতো বোন নুসরাত জাহান অনন্যা। সাক্ষ্যগ্রহণ শেষে তাদের জেরা করবেন আসামিপক্ষের আইনজীবীরা।

সাক্ষ্যগ্রহণের জন্য বরগুনা জেলা কারাগারে থাকা এ মামলার প্রাপ্তবয়স্ক আট আসামিকে আদালতে হাজির করেছে পুলিশ। এছাড়াও স্বজনদের সঙ্গে আদালতে হাজির হয়েছেন এ মামলায় জামিনে থাকা নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি।

অন্যদিকে চার্জ গঠন শেষে বরগুনার শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান মামলার অপ্রাপ্তবয়স্ক দুই আসামির জামিন মঞ্জুর করেছেন। তারা হলেন- আরিয়ান হোসেন শ্রাবণ ও মারুফ মল্লিক।

এদিকে বেলা ১১টায় এই নিউজ লেখার সময়ও এ মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়নি। জেলা ও দায়রা জজ আদালতে অন্যান্য মামলার কার্যক্রম চলছে। তবে সংশ্লিষ্ট আইনজীবীদের ধারণা দুপুর ১২টা নাগাদ এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হতে পারে।

অন্যদিকে পাঁচ সহযোগীসহ এ মামলার দুই সাক্ষীর বাড়িতে গিয়ে হুমকি দেয়ায় অভিযোগে মিন্নির জামিন বাতিলের আবেদন করেছেন বাদী ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। আজ শুনানি শেষে এ বিষয়ে আদালত আদেশ দেবেন বলে জানিয়েছেন আইনজীবীরা।

এ বিষয়ে রিফাত শরীফ হত্যা মামলার বাদী ও রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুজিবুল হক কিসলু বলেন, আজ রিফাত শরীফ হত্যা মামলায় নিহত রিফাতের মা, একমাত্র বোন এবং এক চাচাতো বোন আদালতে সাক্ষ্য দেবেন। এছাড়াও মিন্নির জামিন বাতিলের আবেদন করছে বাদী ও রাষ্ট্রপক্ষ। এ বিষয়ে শুনানি শেষে আজ আদালতের আদেশ দেয়ার কথা রয়েছে।