• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

রাজৈরে ৮ জুয়াড়ী আটক করলো পুলিশ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৪ মে ২০২০  

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের রাজৈর উপজেলায় ৮ জুয়াড়ীকে আটক করেছে রাজৈর থানা পুলিশ। সোমবার সকালে উপজেলার ১ নং ব্রীজ এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা প্রস্তুত হলে সন্ধ্যায় তাদের কারাগারে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠায়।
আটককৃতরা হলেন, আলী হোসেন বেপাড়ী (৩৮), মো: বিল্লাল বেপাড়ী (২৭), ছোবাহান মৃধা (৩০), বাচচু মৃধা (৩০), নাসির হাওলাদার (২৭), সরোয়ার শেখ (৩৫), মো: মুকুল (৩০) ও হেমায়েত মৃধা (৩২)। জুয়াড়ীরা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জুয়া খেলা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার মধ্য রাতে অভিযান নামে রাজৈর থানা পুলিশ। অভিযানে সোমবার ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার ১নং ব্রীজ পূর্ব সরমঙ্গল এলাকা থেকে ৮ জুয়াড়ীকে আটক করা হয়। পরে পুলিশ বাদী হয়ে ৮ জন জুয়াড়ীর বিরুদ্ধে থানায় একটি মামলা প্রস্তুত করেন।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার শওকত জাহান জানায়, ওই ৮ জুয়াড়ীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছেন। সোমবার আটককৃত জুয়াড়ীদের আদালতে প্রেরন করা হয়েছে। পরে আদালত তাদের কারাগারে পাঠায়। সকল ধরণেল অপকর্ম ঠেকাতে সার্বক্ষণিক মাঠে রয়েছে রাজৈর থানা পুলিশ।
উল্লেখ্য, রাজৈর থানা পুলিশ সম্প্রতি সাধারণ মানুষের কল্যানে কাজ করার পাশাপশি মাদক বিরোধী অভিযান ও করোনা প্রতিরোধে ব্যাপক ভুমিকা রাখায় মানুষের কাছে ব্যাপক সুনাম অর্জন করেছেন। এছাড়াও রাজৈর থানায় ওয়ারেন্টিভুক্ত আসামি গ্রেপ্তারের ক্ষেত্রেও দক্ষতার পরিচয় দিয়েছে।