• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

রাজৈরে জন্মাষ্টমী শোভাযাত্রায় সাংসদ শাজাহান খান

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৪ আগস্ট ২০১৯  

মাদারীপুর প্রতিনিধিঃ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মাদারীপুরের রাজৈর দিঘিরপাড় সার্বজনীন শ্রীশ্রী শিবমন্দির ও দুর্গা মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এই শোভাযাত্রায় অংশ নেয় মাদারীপুর-২ (একাংশ সদর ও রাজৈর) আসসের সংসদ সদস্য শাহাজান খান। গতকাল শুক্রবার বিকেলে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হলেও রাতে আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানেও সাংসদ শাজাহান খান অংশ গ্রহণ করেন। শোভাযাত্রায় কয়েক হাজার ভক্ত অংশ গ্রহণ করে। 
জন্মাষ্টমী উপলক্ষে উপজেলার বিভিন্ন মঠ, মন্দির ও সেবাশ্রমে দিনব্যাপী ব্যাপক অনুষ্ঠান মালার আয়োজন করা হয়।এর মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন,পূজা,প্রার্থনা,অঞ্জলি প্রদান,আলোচনা সভা,শ্রীমদ্ভগবদ গীতা পাঠ,বর্ণাঢ্য র‌্যালী ও প্রসাদ বিতরণ।   
শোভাযাত্রায় অংশগ্রহন করেন সাবেক নৌমন্ত্রী শাজাহান খান, পৌর মেয়র শামীম নেওয়াজ, সনাতন ধর্মের কয়েক হাজার ভক্তবৃন্দ। এ্যাড.চিত্তরঞ্জণ মন্ডলের সভাপতিত্বে ও নিত্যানন্দ হালদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নৌমন্ত্রী শাজাহান খান এমপি, পৌর মেয়র শামীম নেওয়াজ, এ্যাড.শম্ভূনাথ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ শাহাজান খান বলেন, ‘যতদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকবে ততদিন সব ধর্মের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে না। প্রতিটি উৎসব আনন্দ উল্লাসের সাথে বরণ করা হবে। এর সাথে কোন রাজনৈতিক বিরোধ চলবে না। যারা সম্প্রতীর বন্ধনকে ভাঙতে চায় তাদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নেবে। তাছাড়া দেশ এখন শান্তিপ্রিয়। তাই কোন অপশক্তি আমাদের কিছুই করতে পারবে না।