• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

রাজৈরে অহেতুক বাহিরে বের হওয়ায় ১৯ জনকে ৯৫০০ টাকা জরিমানা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২০  

মাদারীপুর প্রতিনিধি:
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারনে রাজৈর উপজেলাসহ মাদারীপুর জেলা লকডাউন ঘোষনার পরেও মানুষজন সরকারি বিধি না মেনে অহেতুক ভাবে ও অনিয়ন্ত্রিত চলাচল করছিল । লোক চলাচল ও সমাগম নিয়ন্ত্রনে সোমবার দুপুরে মাদারীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের নেতৃত্বে  ভ্রাম্যমাণ আদালতের একটি দল রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে অভিযান চালায়। অভিযানে অহেতুক ও অনিয়ন্ত্রিত ঘোরাফেরা করার অভিযোগে মোটরসাইকেল চালক ও পথচারীসহ ১৯ জনকে ৫০০ টাকা করে মোট ৯ হাজার ৫০০টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাহবুবুল হক বলেন, লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য করায় মোটরসাইকেল চালক ও পথচারীসহ ১৯ জনকে ৫০০ টাকা করে মোট ৯ হাজার ৫০০টাকা জরিমানা করা হয়েছে। করোনা প্রতিরোধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।