• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

রাজৈরে অপরাধ নিবারণে পুলিশের আলোচনা সভা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৬ মার্চ ২০২০  

 

মাদারীপুরের রাজৈর উপজেলার চরমস্তফাপুর গ্রামে সোমবার বিকালে জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ ও অপরাধ নিবারণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চরমস্তফাপুর এলাকাবাসির আয়োজনে স্থানীয় ইউপি চেয়ারম্যান সাবিনা আক্তার মিরুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, বিশেষ অতিথি এএসপি সার্কেল আবির হোসেন, ওসি খোন্দকার শওকত জাহান, ওসি তদন্ত আনোয়ার হোসেন, আব্বাস মুন্সী, জোবায়ের মোড়লসহ প্রমুখ । এসময় উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দ।
পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বলেন, একটি সমাজ বদলে যেতে পারে জনসচেতনতার কারণে। তাই জনগনই পারে জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ বন্ধ করতে। আমরা তাদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করবো। এ সময় সন্ত্রাস দমনে সকলের একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।