• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

রাজৈর থানা কম্পাউন্ডে অগ্নি নির্বাপন মহড়া

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২০  

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের রাজৈরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কতৃক অগ্নি দূর্ঘটনাকালীন প্রতিরোধ ও উদ্ধার অভিযান বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা  অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে রাজৈর থানা কম্পাউন্ডে এ মহড়ার  আয়োজন  করা হয়। আগুন ব্যবহারে সতর্কতা ও অনাকাঙ্ক্ষিত অগ্নি দূর্ঘটনা থেকে রক্ষা পেতে এ ধরনের কর্মশালার আয়োজন করা হয়।

রাজৈর থানার ওসি শেখ সাদিক বলেন, রাজৈর থানার সকল অফিসার ও ফোর্সের এবং মাদারীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যগণের স্বর্তস্ফুত অংশগ্রহণে কর্মশালাটি সম্পন্ন হয়েছে। আগুন ব্যবহারে সতর্কতা ক্ষতির পরিমান কমিয়ে দেয়। সকলেরই অগ্নিকান্ড এবং এ বিষয়ক প্রশিক্ষণ ও সাধারণ জ্ঞান থাকা আবশ্যক এতে আগুন দূর্ঘটনায় সময় করনীয় ও ক্ষতির হাত থেকে জনসাধারণের জানমাল রক্ষা করার লক্ষ্যে পুলিশ ফোর্স ও ফায়ার সার্ভিস সদস্যদের নিয়ে এই মহড়াটির  আয়োজন করা হয়।

পুলিশ সদস্য এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এই প্রশিক্ষণ কর্মশালার ফলে আগুন লাগার শুরুতেই কিভাবে আগুন নেভানো যায় ও ক্ষতির পরিমান লাঘব করা যায় সে ব্যাপারে প্রশিক্ষণ নিতে পারবে। এই প্রশিক্ষণ কর্মশালা থেকে শিক্ষা নিয়ে দেশ ও মানব কল্যানে নিজেদের নিয়োজিত রাখতে পারবে ও জনসাধারণের আস্থার প্রতীক হয়ে উঠবে।