• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

যুবককে পিটিয়ে-পুড়িয়ে হত্যা, আরো একজন গ্রেপ্তার

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২০  

লালমনিরহাটের পাটগ্রামে শহীদুন্নবী জুয়েল নামে এক যুবককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় মো. ফরিদুল ইসলাম (৩৭) নামে আরো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪) নভেম্বর) রাতে তাকে বুড়িমারীর উফারমারা নাটারবাড়ি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মোট ৩৯ জনকে গ্রেপ্তার করা হলো।

গ্রেপ্তার ফরিদুল ইসলাম বুড়িমারী উফারমারা নাটারবাড়ি গ্রামের মো. ফজলুল হক ওরফে ঘোটোর ছেলে।

লালমনিরহাট জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, মঙ্গলবার তে ফরিদুল ইসলামকে বুড়িমারীর উফারমারা নাটারবাড়ি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে হাজির করে তিনদিনের রিমান্ড চাওয়া হবে।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর রাত ৮টার দিকে পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজারের বাসকল এলাকায় শহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা পৃথক তিনটি মামলায় এখন পর্যন্ত প্রধান আসামিসহ ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১৩ আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সর্বশেষ রোববার (২২ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার রাসেল ইসলাম রাজ ওরফে বিশুর (২২) পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩’র বিচারক ফেরদৌসী বেগম।