• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মেসি-রোনালদোকে হটিয়ে বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় এমবাপ্পে!

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৭ নভেম্বর ২০১৮  

ধীরে ধীরে হলেও মেসি-রোনালদোর যুগ শেষ হচ্ছে, বিশ্বসেরার ব্যাটনটা নতুন খেলোয়াড়দের হাতে চলে যাচ্ছে—এটাই যেন আরেকবার প্রমাণ করল সিআইইএস ফুটবল অবজারভেটরি। তাদের প্রস্তুত করা বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়ের তালিকায় লিওনেল মেসি বা ক্রিস্টিয়ানো রোনালদো, কেউই নেই শীর্ষস্থানে! তাদের হিসাবে বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে।

মেসি-রোনালদোর প্রায় ১০ বছরের আধিপত্যে আনুষ্ঠানিক ছেদ কয়েক দিন আগেই। ১০ বছর পর এমন একজন ফিফার বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন, যাঁর নাম মেসি বা রোনালদো নয়—লুকা মদরিচ। এবার সবচেয়ে দামি ফুটবলারের তালিকায়ও মেসি-রোনালদোর আধিপত্যহীনতার সাক্ষী হলো ফুটবল বিশ্ব। মেসিকে ষষ্ঠ স্থানে ঠেলে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের খেতাব জিতে নিয়েছেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। ওদিকে সেরা ১০ জনের এই তালিকায় ক্রিস্টিয়ানো রোনালদোর নামই নেই!

প্রতিবছরই সিআইইএস ফুটবল অবজারভেটরি প্রতিষ্ঠান বিভিন্ন নিয়ামক পর্যালোচনা করে সবচেয়ে দামি ফুটবলারের একটা তালিকা তৈরি করে। খেলোয়াড়ের বয়স, সাপ্তাহিক বেতন, ক্লাবের সঙ্গে কত বছর চুক্তি বাকি আছে, দলবদলের বাজারে তাঁর সম্ভাব্য দাম, পারফরম্যান্সের মান ইত্যাদি মানদণ্ড বিবেচনা করে মূলত এই তালিকা প্রস্তুত করা হয়। সেই তালিকাতেই এবার মেসি-রোনালদোকে হটিয়ে শীর্ষে উঠে এসেছেন ফ্রান্স জাতীয় দল ও পিএসজির স্ট্রাইকার এমবাপ্পে।

এমবাপ্পের সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ১৮৯.৫৬ মিলিয়ন পাউন্ড। দ্বিতীয় ইংল্যান্ডের অধিনায়ক ও টটেনহামের স্ট্রাইকার হ্যারি কেইন, তাঁর মূল্য ১৭২.৭৫ মিলিয়ন পাউন্ড। কেইনের একটু পেছনে ১৭২.৪৯ মিলিয়ন পাউন্ড দাম নিয়ে তৃতীয় বর্তমান ব্রাজিলিয়ান ফুটবলের সবচেয়ে বড় তারকা ও পিএসজির খেলোয়াড় নেইমার। চতুর্থ লিভারপুলের মিসরীয় তারকা মোহামেদ সালাহ, তাঁর দাম ১৫১.৪৭ মিলিয়ন পাউন্ড।

সালাহর পরে রয়েছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা ফিলিপ কুতিনহো, ১৪৯.৯৯ মিলিয়ন পাউন্ড দাম তাঁর। এর পরেই অবস্থান মেসির, যার বর্তমান মূল্য বের করা হয়েছে ১৪৯.৭৫ মিলিয়ন পাউন্ড। সেরা ১০ জন দামি খেলোয়াড়ের মধ্যে বাকিরা হলেন যথাক্রমে—রহিম স্টার্লিং (ম্যানচেস্টার সিটি, ১৪৪.১২ মিলিয়ন পাউন্ড), রোমেলু লুকাকু (ম্যানচেস্টার ইউনাইটেড, ১৪৩.৮৬ মিলিয়ন পাউন্ড), ডেলে আলী (টটেনহাম হটস্পার, ১৪৩.৭ মিলিয়ন পাউন্ড) ও আতোয়াঁন গ্রিজম্যান (অ্যাটলেটিকো মাদ্রিদ, ১৩৮.০৮ মিলিয়ন পাউন্ড)।

সেরা দশের তালিকায় রোনালদোর না থাকা একটা আশ্চর্যের ব্যাপারই বটে। রোনালদো ছাড়াও এই তালিকার সেরা দশে জায়গা পাননি চেলসি ও বেলজিয়ামের তারকা এডেন হ্যাজার্ড, রিয়াল মাদ্রিদের বিশ্বকাপজয়ী ফরাসি ডিফেন্ডার রাফায়েল ভারান, সদ্য বর্ষসেরার খেতাব পাওয়া লুকা মদরিচ, ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার পল পগবা প্রমুখ।