• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মৃৎশিল্পীদের ঘরে খাদ্যসামগ্রী পৌঁচ্ছে দিল ইউএনও

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২০  

মাদারীপুর প্রতিনিধিঃ করোনাকালে অসহায় কর্মহীন মৃৎশিল্পীদের পাশে এবার খাদ্যসামগ্রী নিয়ে হাজির হলেন মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুদ্দিন গিয়াস। গতকাল সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের পালপাড়া এলাকার অর্ধশত পরিবারের মাঝে তিনি বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন। খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু ও ১টি সাবান দেওয়া হয়।
সরকারের পক্ষ থেকে প্রথমবার খাদ্যসামগ্রী পেয়ে খুশি এখানকার মৃৎশিল্পীরা। তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জাপন করেন। করোনাকালে কর্মহীন হয়ে পড়া মৃৎশিল্পীরা বলেন, ‘আমরা খুব কষ্টে দিন কাটাচ্ছিলাম। ঘরে চাল-ডাল নেই। আয় রোজগার সব বন্ধ। ঘরে না খেয়ে মরার পরিস্থিতি তৈরি হয়েছিল। আর এ সময় আমাদের বাড়িতে বাড়িতে এসে ইউএনও স্যার খাবার পৌঁচ্ছে দিবে তা আমরা কল্পনাও করতে পারিনি। তিনি আমাদের কষ্টের সময় পাশে দাঁড়ালেন। যা আমরা কখনোই ভুলবো না।’
খাদ্য সহায়তা পেয়ে খুশি হন বৃদ্ধা মৃৎশিল্পী দিপালী পাল। ইউএনও হাত থেকে ত্রাণ নেয়ার সময় ইউএনওকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘বড় কইষ্টে ছিলাম বাবা। কেউ আর এহন আমারে খাওন দ্যায় না। বড় আহাল যাচ্ছিল। ঘরে হাত-পা ব্যথার ওষুধ নাই। আইজকো ঘরে কোন খাওনো ছিল না। তুমি বাবা খাবার আইনা দিলা, তোমার মঙ্গল হোক বাবা।’
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুদ্দিন গিয়াস বলেন, ‘গণমাধ্যমকর্মীদের কাছে মৃৎশিল্পীদের আর্তনাদের কথা শুনে আমরা ওই এলাকায় মৃৎশিল্পীদের তালিকা প্রস্তুত করি। পরে আমার সরকারি গাড়িতে ত্রাণ নিয়ে তাদের বাড়িতে পৌঁচ্ছে দেই। দেশের এই সংকটকালীন সময় তাদের খাবার নিয়ে কোন চিন্তা করতে হবে না। এ খাবার শেষ হয়ে এলে আবার তাদের খাদ্যসামগ্রী বাড়িতে পৌঁচ্ছে দেয়া হবে।’