• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মুজিববর্ষ উপলক্ষ্যে শিবচরে প্রায় ৬শ` গাছের চারা রোপণ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১ জুলাই ২০২০  

শিবচর প্রতিনিধিঃ আজ বুধবার (১ জুলাই) বেলা ১১ টার দিকে স্থানীয়  শেখ হাসিনা সড়কের' দু'পাশে শিবচর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন (তোতা) খানের অর্থায়নে ফলজ, বনজ, ঔষুধি সহ বিভিন্ন প্রজাতির এসব গাছের চারা রোপণ করেন।

জানা যায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী "মুজিব শতবর্ষ" উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মীকে অন্তত তিনটি করে গাছ লাগাতে হবে। সেই নির্দেশনার লক্ষে চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি'র অনুপ্রেরণায় বিভিন্ন প্রজাতির ৬শত গাছের চারা রোপণ করেন।

এসময় উপস্থিত ছিলেন শিবচর পৌর সভার মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব আঃ লতিফ মোল্লা, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ সেলিম, উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াছ পাশা, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক সংকর চন্দ্র ঘোষ,জেলা ছাত্রলীগের সহ সভাপতি আকরাম খান, বাকসুর ভিপি জিএস, বরহামগঞ্জ কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদাক রুবেল তালুকদার পৌর ছাত্রলীগের সভাপতি হাবিব বেপারী, সাধারন সম্পাদক সৌরভ রায়সহ ছাত্রলীগ, যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।