• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

মুজিববর্ষ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২০  

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে মুজিববর্ষ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার বিকেলে মাদারীপুর পৌরসভার হলরুমে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক সানজিদা ইয়াসমিন, সচেতন নাগরিক কমিটির সভাপতি খান মো. শহীদ, বিএমএর সভাপতি ডা. আব্দুল বারিসহ অনেকেই।

রচনা, চিত্রাংকন, ছড়া-কবিতা ও গানের প্রতিযোগিতা এই ৪টি ক্যাটাগরিতে মোট ৮৪ জন ক্ষুদে শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতা শেষে তাদের মধ্য থেকে ১২ জনকে দেয়া হয় পুরস্কার ও সনদ। শিক্ষার্থীরা জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ছবি ও মুক্তিযুদ্ধের নানা ধরনের চিত্র এতে ফুটিয়ে তুলেন। এতে শহরের অধিকাংশ বিদ্যালয়ের বাছাইকৃত শিক্ষার্থীরা অংশ নেয়।