• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

রান্নাবান্না

মুগ-পাকনপিঠা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮  

ষড়ঋতু'র বাংলাদেশে এখন শোনা যায় নবান্নের সুর। কার্তিক মাস শেষের পথে। শীতের আমেজ নিয়ে আসছে অগ্রহায়ণ ।অল্প ক'দিন পরেই কৃষকের গোলা ভরে উঠবে সোনালী ধানে। নতুন চাল আর খেজুর গুড়ে পিঠাপুলি তৈরীর ধুম পড়বে ঘরেঘরে। ছেলে-বুড়ো সবাই মাতবে পিঠা-পুলীর মধুর স্বাদে। আপনাদের জন্যে  তাই থাকছে পিঠা-পুলির  মজার  রেসিপি।নিয়মিত আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

                                                 মুগ-পাকনপিঠা
১।    যাযা লাগবে ঃ    

ক।    ডো এর জন্যে।    মুগ ডাল- ১ কাপ, চালের গুড়া- ১ কাপ, ময়দা- ১ কাপ, ঘি- ১ টেবিল চামচ, লবণ- ১/২ চা চামচ, পানি- পরিমান মতো। 

খ।    সিরার জন্যে।    চিনি- ১ কাপ, পানি-১/৪ কাপ, এলাচ- ৪ টি।  

গ।    ভাজার জন্যে।    তেল- ১.৫ কাপ, ঘি-১ টেবিল চামচ।  

২।    যেভাবে করবেন।   চিনি, পানি এবং এলাচ জ্বাল দিয়ে ঘন সিরা তৈরী করে রাখুন। লবণ এবং ১ টেবিল চামচ ঘি দিয়ে ডাল সিদ্ধ করে ঘুটে নিন। এই ডালেই পানি এ্যাড করে টগবগ করে ফুটে উঠলে চালের গুড়া ও ময়দা দিয়ে মৃদু আঁচে ঢেকে রাখুন ৫ মিনিট। ভাল করে মথে রুটির ডো এর মতো ডো তৈরী করে নিন। মোটা করে কয়েকটি রুটি বেলে নিন। খেজুর কাটা বা টুথপিক দিয়ে পছন্দ সই ডিজাইন করে পিঠা বানান। তেলে বাকি ১ টেবিল ঘি দিয়ে গরম করুন। মৃদু আঁচে মচমচে করে পিঠা ভেজে উঠিয়েই চিনির সিরায় দিন। ২ মিনিট রেখে এপিঠ-ওপিঠ সিরায় ডুবিয়ে উঠিয়ে নিন দারুন স্বাদের মুগ পাকন পিঠা।