• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মির্জা ফখরুলকে মহাসচিব মানতে পারছেন না বিএনপির নেতৃবৃন্দ!

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৯  

দলীয় ব্যর্থতা কুড়ে কুড়ে খাচ্ছে বিএনপিকে। বিগত এক যুগ যাবত কোনো প্রকারের আন্দোলনের মুখ দেখছে না বিএনপি। জানা গেছে, যোগ্য নেতার অভাবে এখনো মহাসচিব পদে মির্জা ফখরুল থাকলেও অযোগ্য নেতৃত্বের কারণে বিএনপির কোনো নেতাই সহ্য করতে পারছে না তাকে।

এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, কথাগুলো অপ্রিয় হলেও সত্যি যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভয়াবহ ভরাডুবি, ঐক্যফ্রন্টের সঙ্গে অযৌক্তিক জোট, জামায়াতের আধিক্য হ্রাস করা এবং কোনো জাতীয় ইস্যুতে উপযুক্ত আন্দোলনে গড়ে তুলতে না পারার কারণে মির্জা ফখরুলের ওপর থেকে সর্বস্তরের নেতারা আস্থা হারিয়ে ফেলেছেন। দীর্ঘদিন যাবত নেতৃত্বের প্রশ্নে দলের নেতা-কর্মীরা মূলত দুটি ভাগে বিভক্ত ছিল। সেই বিভক্তির কারণ হিসেবে এখন মির্জা ফখরুলকে দায়ী করছেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা। মনে রাখতে হবে বেগম জিয়ার কারাদণ্ড হবার পর থেকে বিএনপিতে একক প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছেন মির্জা ফখরুল।

তিনি আরো বলেন, মির্জা ফখরুলের রাজনীতিতে উপায়হীন হয়ে তারেকপন্থীরা দলের অভ্যন্তরে চাপের মুখে পড়েছেন। যার ফলে মাঠের নেতা-কর্মীরা চরম বিভ্রান্তিতে পড়ে রয়েছেন এখনো। আর এ কারণেই বিএনপির অধিকাংশ মানুষ মির্জা ফখরুলকে সহ্য করতেই পারছে না।

এ বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীপন্থী নেতারা বলেন, দলীয় কোন্দল ও বিভ্রান্তি সৃষ্টির মাধ্যমে বিএনপিকে দুর্বল করে দেয়ার ষড়যন্ত্রে মির্জা ফখরুল লিপ্ত বলেই ধারণা সবার। এমনকি তিনি সরাসরি বিএনপি বিরোধী চক্রের পরামর্শেই বিএনপি চালাচ্ছেন বলেও অভিযোগ রয়েছে। তার কিছু অস্বাভাবিক আচরণও এই ধারণাকে আরো দৃঢ় করেছে। মির্জা ফখরুলের এমন দ্বিচারিতা জানাজানি হয়ে গেলে বিএনপিতে তাকে নিয়ে সমালোচনা আরো তীব্র হতে শুরু করেছে। যার কারণে বর্তমানে বিএনপি নেতা-কর্মীরাই এখন মির্জা ফখরুলের অপসারণ চান।