• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

মায়ানমারে শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০১৯  

গতকাল শনিবার রাতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে মায়ানমার। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.০। দেশের সাগাইং অঞ্চলে ভূমিকম্পটি হয় বলে জানিয়েছে মায়ানমারের আবহাওয়া দফতর। 

মায়ানমারের স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিট নাগাদ কেঁপে উঠে দেশের বিস্তীর্ণ এলাকা। শওয়েবো শহরের সাড়ে ২২ কিলোমিটার উত্তরপশ্চিমে এদিনের ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। প্রাথমিকভাবে পাওয়া খবর অনুসারে, এদিনের কম্পনের জেরে বেশ কয়েকটি প্যাগোডা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ভূমিকম্পের জেরে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে লোকজন ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। তবে হতাহতের কোনো খবর নেই বলে জানিয়েছে দমকল বিভাগ। 

গত সোমবার মায়ানমারের পূর্বাংশে মাঝারি মাপের ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে যার তীব্রতা ছিল ৫.১। যেখানে ভূমিম্প সৃষ্টি হয়েছিল তার খুব কাছে ভারত সীমান্ত। ফলে ভূমিকম্পের রেশ পড়েছিল ভারতের নাগাল্যান্ডে।