• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্য ফ্রি স্বাস্থ্যসেবা চালু

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১ এপ্রিল ২০২০  

মালয়েশিয়ায় বসবাসরত সকল বাংলাদেশি নাগরিকদের করোনা ভাইরাসে অসুস্থতায় স্বাস্থ্য বিষয়ক জরুরি পরামর্শ দেয়ার জন্য একটি সাময়িক পরামর্শ কেন্দ্র খোলা হয়েছে। ১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল ২০২০ পর্যন্ত এই সেবা অব্যাহত থাকবে। পরামর্শ দেবেন মালয়েশিয়াস্থ বাংলাদেশি বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ।
 

আগ্রহী বাংলাদেশি নাগরিকদের নিম্ন বর্ণিত সময়সূচি অনুযায়ী মুঠোফোনের মাধ্যমে যোগাযোগের জন্য বলা হয়েছে। এছাড়াও দেশটির স্বাস্থ্য বিভাগ ও বাংলাদেশ দূতাবাস সকল প্রবাসীদের করোনা সংক্রান্ত সব ধরনের চিকিৎসা ও ওষুধ বিনামূল্যে করার ঘোষণা দিয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে মালয়েশিয়ায় আগামী ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউন চলছে। ধারণা করা হচ্ছে, এই লকডাউনের সময় বৃদ্ধি করা হতে পারে।

মালয়েশিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭০০ ছাড়িয়েছে। বুধবার পর্যন্ত মারা গেছেন অন্তত ৪৩ জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫৩৭ জন। দেশটিতে এখনো কোন বাংলাদেশি আক্রান্ত না হলেও রয়েছেন চরম আতঙ্কে। নিজ দেশের জনগণকে আন্তরিক ফ্রি চিকিৎসা সেবা দিয়ে সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছেন দেশের গর্ব এক ঝাঁক উদ্যেমী চিকিৎসক। এই ফ্রি চিকিৎসা সেবা কেবলমাত্র বর্তমানে মালয়েশিয়ায় বসবাসরত সকল বাংলাদেশির জন্য প্রযোজ্য ।

এছাড়া ক্লিনিক এন কেয়ার ডিজিটাল স্বাস্থ্য সেবা সকল ইমিগ্রান্ট নাগরিকদের চিকিৎসা বিষয়ক ফ্রি পরামর্শ দিতে সম্মত হয়েছে। সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনে এই সেবা গ্রহণের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো যাচ্ছে।