• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মানুষের ভোগান্তি কমাতে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে নজরদারি বাড়ছে

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৬ জুলাই ২০২০  

শিবচর প্রতিনিধিঃ কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে দক্ষিনাঞ্চলের মানুষের ভোগান্তি কমাতে নজরদারি বাড়ানো হয়েছে জানিয়েছে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। রোববার বিকেলে মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ফেরিঘাট পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।

এ সময় খালিদ মাহমুদ চৌধুরী আরো জানান, তীব্র স্রোতের কারনে ফেরি চলাচল ব্যাহত হলেও বিআইডব্লিউটিএর পক্ষ থেকে নৌপথে আলাদা একটি চ্যানেল তৈরি করা হচ্ছে। রাখা হচ্ছে সার্বক্ষনিক বিকল্প ব্যবস্থা। নদীতে ড্রেজিং কার্যক্রমও চলমান রয়েছে। যাতে নৌপথ কখনই পুরোপুরি বন্ধ হয়ে না যায়, এজন্য নজরদারি বাড়িয়েছে নৌমন্ত্রনালয়।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, পদ্মায় তীব্র স্রোত ও নাব্যতা সংকটের কারনে ঘাটে এখনও অচলাবস্থা তৈরি হয়নি। কিন্তু সংকট চলছে। সংকট নিরসনে ব্যবস্থা নেয়া হচ্ছে। নৌপথ চালু রাখতে সরকারের পক্ষ থেকে আন্তরিকতার কোন ঘাটতি নেই।

এ সময় বিআইডব্লিউটিএ’এর চেয়ারম্যান কমোডোর গোলাম সাদেক, বিআইডব্লিউটিএ’এর সহকারী পরিচালক শাহাদাৎ হোসেন, মাদারীপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির হোসেন, শিবচর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএম আতাউর রহমান আতাহার, থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদসহ অনেকেই উপস্থিত ছিলেন।